কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ? মহৎ আকাঙ্ক্ষা। - সারাংশ

 


কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ? মহৎ আকাঙ্ক্ষা। তোমরা বিদ্যালয়ে শিখবে বলে ভর্তি হয়েছ। কী শিখতে হবে, ভেবে দেখো। পাখি তার মা-বাপের কাছে কী শেখে? পাখা মেলতে শেখে, উড়তে শেখে। মানুষকেও তার অন্তরের পাখা মেলতে শিখতে হবে। তাকে শিখতে হবে, কী করে বড় করে আকাঙ্ক্ষা করতে হয়। পেট ভরতে হবে — এ শেখবার জন্যে বেশি সাধনার দরকার নেই। কিন্তু পুরোপুরি মানুষ হতে হবে— এ শিক্ষার জন্যে যে অপরিমিত আকাঙ্ক্ষা দরকার, তাকে শেষ পর্যন্ত জাগিয়ে রাখবার জন্যে চাই মানুষের শিক্ষা। 

সারাংশ: শিক্ষাই মানুষের মনের মহৎ আকাঙ্ক্ষাকে জাগ্রত করে। পশুপাখির মতো কেবল জৈবিক ক্ষুধা-তৃষ্ণা মেটানোই মানুষের কাজ নয়। উন্নত জীবন গড়তে হলে, মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।

 সকল প্রকার কায়িক শ্রম আমাদের দেশে অমর্যাদাকর বলিয়া বিবেচিত হইয়া আসিতেছে। - সারাংশ ✅


আর্টিকেলের শেষকথাঃ কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ? 

শিক্ষার্থীরা আজকে আমরা "কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ? মহৎ আকাঙ্ক্ষা।"- সারাংশ সম্পর্কে জানলাম । যদি আজকের এই কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ? মহৎ আকাঙ্ক্ষা। - সারাংশ টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url