সকল প্রকার কায়িক শ্রম আমাদের দেশে অমর্যাদাকর বলিয়া বিবেচিত হইয়া আসিতেছে। - সারাংশ


সারাংশ ও সারমর্ম লিখন এর নিয়ম

 সকল প্রকার কায়িক শ্রম আমাদের দেশে অমর্যাদাকর বলিয়া বিবেচিত হইয়া আসিতেছে। শ্রম যে আত্মসম্মানের অণুমাত্রও হানিজনক নহে এবং মানুষের শক্তি, সম্মান ও উন্নতির ইহাই প্রকৃত ভিত্তি, এ বোধ আমাদের মধ্যে কখনও জাগে নাই। জগতের অন্যত্র মানবসমাজ শ্রম সামর্থ্যের ওপর নির্ভর করিয়া সৌভাগ্যের সোপানে উঠিতেছে। আর আমরা কায়িক শ্রমকে ঘৃণা করিয়া দিন দিন দুর্গতি ও হীনতায় ডুবিয়া যাইতেছি। যাহারা শ্রমবিমুখ বা পরিশ্রমে অসমর্থ জীবন সংগ্রামে তাহাদের পরাজয় অনিবার্য। এ প্রতিদ্বন্দ্বিতার যুগে অযোগ্যতার পরিত্রাণ নাই। যাহারা যোগ্যতম তাহাদেরই বাঁচিবার অধিকার এবং অযোগ্যের উচ্ছেদ অবশ্যম্ভাবী। সুতরাং পরিশ্রমের অমর্যাদা আত্মহত্যারই নামান্তর। 


সারাংশ: সবরকম উন্নতির মূলে রয়েছে অসংখ্য মানুষের কায়িক শ্রম। আমাদের দেশে মানুষ কায়িক শ্রমকে অবমূল্যায়ন করে। তাই জীবন সংগ্রামে আমরা পিছিয়ে পড়ছি প্রতিনিয়ত। কায়িক শ্রমকে অমর্যাদাকর না ভেবে উন্নতির ও সৌভাগ্যের সোপান ভাবলেই জাতি ও দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। 

আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম

 শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম সারাংশ ও  সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম  টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

সকল প্রকার কায়িক শ্রম সারাংশ,তুমি বসন্তের কোকিল সারাংশ,বাংলাদেশের ষড়ঋতু রচনা ক্লাস ,সারাংশ class 7,সারাংশ সারমর্ম hsc,,

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url