আমরা সিঁড়ি, তোমরা আমাদের মাড়িয়ে- সারমর্ম


সারাংশ ও সারমর্ম লিখন এর নিয়ম

 আমরা সিঁড়ি,

তোমরা আমাদের মাড়িয়ে

প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও,

তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে;

তোমাদের পদধূলিধন্য আমাদের বুক

পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন।

তোমরাও তা জানো,

তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত,

ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে

আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে

তোমাদের গর্বোদ্ধত, অত্যাচারী পদধ্বনি।

তবু আমরা জানি,

চিরকাল আর পৃথিবীর কাছে

চাপা থাকবে না

আমাদের দেহে তোমাদের এই পদাঘাত।

আর সম্রাট হুমায়ুনের মতো

একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন -

সারমর্ম : সভ্যতার নির্মাতা মেহনতি মানুষকে সিঁড়ির মতো ব্যবহার করে অত্যাচারী শোষকগোষ্ঠী ক্রমশ ভোগবিলাসের উঁচু প্রাসাদে আরোহণ করে। লাঞ্ছিত-নিপীড়িত মানুষের বেদনা ও জ্বালাকে তারা গোপন করে কার্পেটে মোড়া সিঁড়ির মতোই । কিন্তু দিন আসছে—একদিন শোষক ও অত্যাচারীর স্বরূপ প্রকাশ হয়ে পড়বে এবং তার পতন হবে অনিবার্য । 

আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম

 শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম সারাংশ ও  সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম  টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url