আমার এ কূল ভাঙ্গিয়াছে যেবা আমি তার কূল বাঁধি - সারমর্ম


 আমার এ কূল ভাঙ্গিয়াছে যেবা আমি তার কূল বাঁধি,

যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি।

যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ,

আমি দেই তারে বুকভরা গান;

কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর,--

আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি,

রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল-মালঞ্চ ধরি।

যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী,

আমি লয়ে করে তারি মুখখানি,

কত ঠাঁই হতে কত কী যে আনি, সাজাই নিরন্তর—

আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

[য. বো. ২০০৪; ব. বো. ২০০৬ কু বো, ২০১০।

সরামর্ম : প্রেম ও প্রীতির শক্তিতে মানুষে মানুষে সৌহার্দ্য ও মৈত্রীর সম্পর্ক রচনাই মনুষ্যত্বের লক্ষণ। পরের দেওয়া দুঃখ সহ্য করে পরকে আপন করতে পারলে, ভালোবাসা দিয়ে শত্রুর মন জয় করতে পারলে মানুষের জীবন সুন্দর হয় এবং মানব জীবন সার্থক হয়।

আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম

 শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম সারাংশ ও  সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম  টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url