একতাই বল -ভাব সম্প্রসারণ(ক্লাস ৬,৭,৮,৯,১০)

 


একতাই বল

ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ লেখার নিয়ম, সম্প্রসারণ কিভাবে লিখতে হয়

মূলভাব: ঐক্যের শক্তিতেই মানুষ জয় করেছে পৃথিবীকে। সমাজ জীবনের সাফল্যের অন্যতম সূত্র এই একতা শক্তি।

সম্প্রসারিত ভাব: মানুষ সামাজিক জীব। আর সমাজের প্রত্যেকে একে অপরের ওপর নির্ভরশীল। পারস্পরিক এ নির্ভরশীলতা থেকে গড়ে উঠেছে মানব সমাজ; সমাজের মধ্যে একতাবোধ। মানব জীবনের অস্তিত্বের সঙ্গে তাই একতার সম্পর্ক অত্যন্ত নিবিড়। মানুষকে সব সময় প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েই জীবনযাপন করতে হয়। প্রতিকূল পরিবেশে শত্রুর মোকাবিলা করার জন্য প্রয়োজন সংঘবদ্ধ শক্তির। একতাবদ্ধ হওয়ার মধ্য দিয়ে পাওয়া যায় নিরাপত্তার নিশ্চয়তা। ঐক্যবদ্ধ জাতিকে কোনো শক্তিই পদানত করতে পারে না। একতার কল্যাণ প্রতিফলিত হয় ব্যক্তি ও জাতীয় জীবনে। একতার গুণে মানুষ অসাধ্যকেও সাধন করতে পারে। এভাবে জাতি একতার গুণে বড়ো হয়। আজকের বিশ্বে উন্নত ও সমৃদ্ধ জাতিগুলো নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যে উদ্বুদ্ধ হয়েছে। তাই আজ তারা এত উন্নত। যে জাতি ঐক্যবদ্ধ নয়, সে জাতির ধ্বংস অনিবার্য। বন্ধুবান্ধবহীন নিঃসঙ্গ জীবন কাটানো যেমন সম্ভব নয়, তেমনি একতাহীন জাতির উন্নতি অসম্ভব। ব্যক্তিজীবন, জাতীয় জীবন ও মানবজাতির কল্যাণের জন্যে মানুষের ঐক্যবদ্ধ থাকা একান্ত দরকার।

মন্তব্য: একা মানুষ সামাজিকভাবে তুচ্ছ। কিন্তু একতার শক্তিতে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে। তাই সমাজ জীবনের সবক্ষেত্রে এই শক্তির গুরুত্ব অনুধাবন করা প্রয়োজন।

ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ লেখার নিয়ম, সম্প্রসারণ কিভাবে লিখতে হয়

আর্টিকেলের শেষকথাঃ একতাই বল

শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম একতাই বল ভাব সম্প্রসারণ  সম্পর্কে  । যদি আজকের এই একতাই বল ভাব সম্প্রসারণ  টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

একতাই বল ভাবসম্প্রসারণ,ভাবসম্প্রসারণ একতাই বল,একতাই বল,ভাব সম্প্রসারণ একতাই বল,একতাই বল ভাব সম্প্রসারণ,ভাবসম্প্রসারণ একতাই বল class 8,একতাই বল রচনা,একতাই বল ভাবসম্প্রসারণ class 6,,




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url