কীসে হয় মর্যাদা? - সারাংশ



সারাংশ ও সারমর্ম লিখন এর নিয়ম

 কীসে হয় মর্যাদা? দামি কাপড়, গাড়ি-ঘোড়া, না ঠাকুরদাদার কালের উপাধিতে? না, মর্যাদা এসব জিনিসে নেই। আমি দেখতে চাই তোমার ভিতর, তোমার বাহির, তোমার অন্তর। আমি জানতে চাই, তুমি চরিত্রবান কি-না, তুমি সত্যের উপাসক কি-না। তোমার মাথা দিয়ে কুসুমের গন্ধ বেরোয়, তোমায় দেখলে দাস-দাসী দৌড়ে আসে, প্রজারা তোমায় দেশে সন্ত্রস্ত হয়, তুমি মানুষের ঘাড়ে চড়ে হাওয়া খাও, মানুষকে দিয়ে জুতা খোলাও, তুমি দিনের আলোতে মানুষের টাকা আত্মসাৎ করো। বাপ-মা, শ্বশুর-শাশুড়ি তোমায় আদর করেন, আমি তোমায় অবজ্ঞায় বলব, যাও ।


সারাংশ: অর্থ, বিত্ত, বংশমর্যাদা ও শক্তির দাপট মানুষকে দাম্ভিক ও অহংকারী করে। তা মানুষকে কখনো মর্যাদার অধিকারী করে না। মানুষের মর্যাদা নির্ভর করে মহৎ মানবিক গুণাবলির ওপর। সত্যের সাধনায় উদ্ভাসিত চরিত্রবান মানুষরাই জীবনে প্রকৃত মর্যাদার অধিকারী হন।


আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম

 শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম সারাংশ ও  সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম  টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

kise hoy morjada sarangso

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url