ক্রোধ মানুষের পরম শত্রু। - সারাংশ

 



ক্রোধ মানুষের পরম শত্রু। ক্রোধ মানুষের মনুষ্যত্ব নাশ করে। যে লোমহর্ষক কাণ্ডগুলো পৃথিবীকে নরকে পরিণত করিয়াছে, তাহার মূলেও রহিয়াছে ক্রোধ। ক্রোধ যে মানুষকে পশুভাবাপন্ন করে, তাহা একবার রুদ্ধ ব্যক্তির মুখের প্রতি দৃষ্টিপাত করিলেই স্পষ্ট প্রতীয়মান হয়। যে ব্যক্তির মুখখানা সর্বদা হাসিমাখা, তুমি দেবভাবে পরিপূর্ণ মনে কর, দেখিলেই তোমার মনে আনন্দ ধরে না, একবার ক্রোধের সময় সেই মুখখানির দিকে তাকাইও; দেখিবে, সেই স্বর্গের সুষমা আর নাই— নরকাগ্নিতে বিকট রূপ ধারণ করিয়াছে। সমস্ত মুখ কী এক কালিমায় ঢাকিয়া তখন তাহাকে আলিঙ্গন করা দূরে থাকুক, তাহার নিকটে যাইতেও ইচ্ছা হয় না। সুন্দরকে মুহূর্তের মধ্যে কুৎসিত করিতে অন্য কোনো রিপু কোদের ন্যায় কৃতকার্য হয় না।


সারাংশ: ক্রোধ মানুষের বড় শত্রু। তা মনুষ্যত্ব অর্জনের পথে বড় বাধা। পৃথিবীতে যত অমানবিক ঘটনা ঘটে তার জন্যে মূলত কোনই দায়ী। মানুষকে পশুত্বের পর্যায়ে নিয়ে যায় ক্রোধ। এর কারণেই মানুষে সৃষ্টি হওয়া অনাকাঙ্ক্ষিত দূরত্ব। 

আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম

 শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম সারাংশ ও  সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম  টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

ক্রোধ মানুষের পরম শত্রু সারাংশ,ক্রোধ মানুষের পরম শত্রু,সারাংশ ক্রোধ মানুষের পরম শত্রু,মানুষের সুন্দর মুখ সারাংশ,বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী সারাংশ,বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী,,
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url