বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। - সারাংশ

 

বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। কেবল যাহা কিছু নিতান্ত আবশ্যক, তাহাই কণ্ঠস্ব করিতেছি। তেমন করিয়া কোন মতে কাজ চলে মাত্র, কিন্তু মনের বিকাশ লাভ হয় না। হাওয়া খাইলে পেট ভরে না, আহার করিলে পেট ভরে, কিন্তু আহারটি রীতিমত হজম করিবার জন্যে হাওয়ার দরকার। তেমনই একটি শিক্ষা পুস্তককে রীতিমত হজম করিতে অনেকগুলো অপাঠ্য পুস্তকের সাহায্য আবশ্যক। ইহাতে আনন্দের সহিত পড়িতে পারিবার শক্তি অলক্ষিতভাবে বৃদ্ধি পাইতে থাকে। গ্রহণশক্তি, ধারণাশক্তি, চিন্তাশক্তি বেশ সহজে এবং স্বাভাবিক নিয়মে ফল লাভ করে।


সারাংশ: প্রচলিত শিক্ষা ব্যবস্থার একটা বড় সীমাবদ্ধতা এই যে তার সঙ্গে মনের আনন্দের যোগ নেই। ফলে শিশুর মনের যথাযথ বিকাশ ঘটছে না। শিক্ষা কেবল পাঠ্যবই নির্ভর হলে চলে না, সে সঙ্গে চাই আনন্দ প্রদানকারী অতিরিক্ত কিছু শিক্ষা উপকরণ। শিক্ষার সঙ্গে আনন্দের যোগ হলে শিশুর অনুধাবন ক্ষমতা ও চিন্তা শক্তির স্বাভাবিক বিকাশ ঘটে।



আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম

 শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম সারাংশ ও  সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম  টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

বাল্যকাল হইতে,বাল্যকাল হইতে আমাদের সারাংশ,সারাংশ ভবিষ্যতের ভাবনা ভাবাই,সারাংশ বাল্যকাল হইতে আমাদের,সারাংশ বাল্যকাল হইতে,ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ সারাংশ,শীতকাল রচনা,প্রকৃত জ্ঞানের স্পৃহা সারাংশ,সারাংশ ভবিষ্যতের ভাবনা,বাল্যকাল,শীতকাল রচনা class 6,সারাংশ লেখার নিয়ম,নাই লেখা পিক,সারাংশ class 9,শীতকাল রচনা class 10,সারাংশ প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে,ভবিষ্যতের ভাবনা ভাবাই সারাংশ,সারাংশ ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ,আমার প্রিয় ঋতু শীতকাল রচনা,,


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url