ভবিষ্যতের ভাবনা ভাবাই হল জ্ঞানীর কাজ। - সারাংশ


ভবিষ্যতের ভাবনা ভাবাই হল জ্ঞানীর কাজ। পিঁপড়ে-মৌমাছি পর্যন্ত যখন ভবিষ্যতের জন্যে ব্যতিব্যস্ত তখন মানুষের কথা বলাই বাহুল্য । ফকির-সন্ন্যাসী যে ঘর-বাড়ি ছেড়ে আহার-নিদ্রা ভুলে পাহাড়-তাকালে চোখ বুজে বসে থাকে, সেটা যদি নিতান্ত গঞ্জিকার কৃপায় না হয়, তবে বলতে হবে ভবিষ্যতের ভাবনা ভেবে কোন লাভ নেই। সমস্ত জীবজন্তুর দুটো চোখ সামনে থাকবার মানে হলো ভবিষ্যতের দিকে যেন নজর থাকে। অতীতের ভাবনা ভেবে লাভ নেই। পণ্ডিতেরা ত বলে গেছেন, 'গতস্য শোচনা নাস্তি'। আর বর্তমান সে-ও নেই বললেই চলে। এই যেটা বর্তমান সেই— এই কথা বলতে বলতে অতীত হয়ে গেল। কাজেই ভরা গোনা আর বর্তমানের চিন্তা করা, সমানই অনর্থক। ভবিষ্যৎটা হল আসল জিনিস। সেটা কখনও শেষ হয় না। তাই ভবিষ্যতের মানব কেমন হবে, সেটা একবার ভেবে দেখা উচিত।


সারাংশ: জ্ঞানী মানুষ মাত্রই ভবিষ্যৎ নিয়ে ভাবেন। গত হয়েছে বলে অতীত গুরুত্বহীন, আর ক্ষণস্থায়ী বলে বর্তমানের গুরুত্বও তেমন নেই। তাই চিন্তার ক্ষেত্রে অতীতচারিতা যেমন অর্থহীন, বর্তমানকে আঁকড়ে থাকাও তেমনই, নিরর্থক। বস্তুত জীবনে সাফল্য লাভের জন্যে ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে চিন্তা করাই দূরদর্শিতার লক্ষণ।

আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম

 শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম সারাংশ ও  সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম  টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url