অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ - সারমর্ম



 অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ, 

যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে না তারা; 

যাদের হৃদয়ে কোনো প্রেম নেই—প্রীতি নেই— 

করুণার আলোডন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।

 যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি, 

এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি,

 কিংবা শিল্প অথবা সাধনা শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।

[ ডা. বো. ০১, ০৬; কু. বো. ০৯; চট্ট. বো. ২০১০, ২০১৬]

 

সারমর্ম : পৃথিবী যখন প্রীতিহীন, মমতাহীন, মনুষ্যত্বহীন অন্ধ ক্ষমতাধর মানুষদের করায়ত্ত হয় তখন শিল্প-সংস্কৃতির সাধনা হয় উপেক্ষিত, মহৎ মানুষেরা হয়ে পড়ে অসহায় ও অবহেলিত।

আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম

 শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম সারাংশ ও  সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম  টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url