ধান / চাল রচনা ক্লাস ৪


 ধান / চাল

সূচনা : ভাত আমাদের প্রধান খাদ্য। ধান থেকে আমরা এটি পেয়ে থাকি। পৃথিবীর প্রায় দুই-তৃতীয়াংশ লোক ভাত খেয়ে বেঁচে থাকে।

জন্মস্থান : বাংলাদেশ, ভারত, জাপান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, চীন প্রভৃতি দেশে ধান জন্মে। উষ্ণ এবং আর্দ্র জমি ধান উৎপাদনের জন্য উপযোগী।

প্রকারভেদ : আমাদের দেশে চার ধরনের ধান আছে। এগুলো হচ্ছে— আউশ, আমন, বোরো এবং ইরি ধান। এখন ইরি আমাদের দেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটি সব ঋতুতে জন্মায়।

কীভাবে জন্মায় : প্রথমে কৃষকেরা জমি চাষ করে এবং মই দেয়। তারপর তারা বীজ বপন করে। কয়েকবার জমির আগাছা পরিষ্কার করা হয়। চার অথবা পাঁচ মাস পরে কৃষকেরা চাল পেতে পাকা ধান কাটে।

উপকারিতা : অনেক জিনিস যেমন— মুড়ি, খই, চিরা, রুটি চাল থেকে তৈরি করা হয়। এর খড় জ্বালানি এবং গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

উপসংহার : খাদ্য হিসেবে আমরা চাল ব্যবহার করি। তাই অধিক ধান উৎপাদন করার জন্য আমাদের চেষ্টা করা উচিত।

ধান সম্পর্কে ১০টি বাক্য

আর্টিকেলের শেষকথাঃ   ধান অনুচ্ছেদ রচনা

শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম ধান অনুচ্ছেদ রচনা সম্পর্কে  । যদি আজকের এই ধান অনুচ্ছেদ রচনা টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url