কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? - সারমর্ম

 



“কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর?

মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর।

রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায়গো লয়

আত্মগ্লানির নরক অনলে তখনি পুড়িতে হয়।

প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,

স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুঁড়ে ঘরে।”

সারমর্ম : স্বর্গ এবং নরক বেশী দূরে নয়, মানুষের মাঝেই স্বর্গ ও নরক বিদ্যমান। মানুষ জীবিত অবস্থায় তার কৃতকর্মের জন্য জ্বালা ভোগ করে। মানুষ তার অপকর্মের জন্য যে বিবেকের জ্বালা অনুভব করে তাই নরক। আবার মানুষ যখন পরস্পরের প্রতি প্রেম বাঁধনে আবদ্ধ হয় তখনই তা স্বর্গের আনন্দ হয়ে ধরা দেয়।


সারাংশ ও সারমর্ম লিখন এর নিয়ম

কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহু দূর?

মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।

রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়,

আত্মগ্লানির নরক অনলে তখনই পুড়িতে হয় ।

প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,

স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।

সারমর্ম : স্বর্গ ও নরকের অবস্থান মানুষের মধ্যে বিরাজমান। অমানবিক ও বিবেক বর্জিত কাজে এ পৃথিবী নরক হয়ে ওঠে। আর ভালোবাসা, স্নেহ, প্রেমের বন্ধনে আবদ্ধ হলে পৃথিবী হয় স্বর্গীয় সুখময়। মানুষের প্রতি মানুষেরসৌহার্দ পূর্ণ মমতাময় স্পর্শই পৃথিবীতে স্বর্গ রচনা করতে পারে।



সারাংশ ও সারমর্ম লিখন এর নিয়ম

কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?

মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেই সুরাসুর।

রিপুর তাড়ণে যখনি মোদের বিবেক পায় গো লয়

আত্মগ্লানির নরক অনলে তখনি পুড়িতে হয়।

প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,

স্বৰ্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুঁড়েঘরে।

সারমর্ম :বিবেকহীন মানুষ পৃথিবীতে নরক যন্ত্রণা ভোগ করে, আর যারা ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে তাদের কাছে পৃথিবীই স্বর্গ। অর্থাৎ পৃথিবীর মাঝেই স্বর্গ-নরক বিরাজমান।



সারাংশ ও সারমর্ম লিখন এর নিয়ম

কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?

মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর।

রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়,

আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।

প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,

স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।

সারমর্ম: স্বর্গ ও নরক পরলোকের ব্যাপার হলেও ইহলোকেই তার অস্তিত্ব অনুভব করা যায়। বিবেকবোধ বিসর্জন দিয়ে অন্যায় ও অপকর্মে মেতে উঠলে মানব জীবনে নেমে আসে নরক-যন্ত্রণা। আর মানুষে মানুষে প্রীতিময় সুসম্পর্ক গড়ে তুলতে পারলে পৃথিবীতেই স্বর্গসুখ অনুভব করা যায়।



আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম

 শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম সারাংশ ও  সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম  টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url