তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও। - সারাংশ

 

তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও। ভালো কথা, কিন্তু সেজন্যে তোমাকে প্রাণান্ত পরিশ্রম করিতে হইবে। মহৎ কিছু লাভ করিতে হইলে কঠোর সাধনার দরকার। তোমাকে অনেক দুঃখ সহ্য করিতে হইবে। এইসব তুচ্ছ করিয়া যদি তুমি লক্ষ্যের দিকে ক্রমাগত অগ্রসর হইতে পার, তবে তোমার জীবন সুন্দর হইবে। আরো আছে। তোমার ভিতরে এক 'আমি' আছে, সে বড় দুরন্ত। তাহার স্বভাব পশুর মতো বর্বর ও উচ্ছৃঙ্খল। সে কেবল ভোগবিলাস চায়। সে বড় লোভী। এই 'আমি'কে জয় করিতে হইবে তবেই তোমার জীবনের সার্থক ও সুন্দর হইয়া উঠিবে।


সারাংশ: পরিশ্রম ও সাধনার বলে লোভ ও স্বার্থপরতাকে জয় করে মানুষের জীবন সার্থক ও সুন্দর হয়ে ওঠে। ভোগ বিলাসকে পরিত্যাগ করে আত্মাকে জয় করার মধ্যেই জীবনের সার্থকতা নিহিত।


আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম

 শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম সারাংশ ও  সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম  টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

তুমি জীবনকে সার্থক সারাংশ,সারাংশ তুমি জীবনকে সার্থক সুন্দর,অভ্যাস ভয়ানক জিনিস সারাংশ,তুমি জীবনকে সুন্দর করতে চাও সারাংশ,তুমি জীবনকে সার্থক সুন্দর করিতে চাও সারাংশ,সারাংশ অভ্যাস ভয়ানক জিনিস,সকল প্রকার কায়িক শ্রম সারাংশ,তুমি জীবনকে সুন্দর সারাংশ,তুমি জীবনকে সার্থক সুন্দর সারাংশ,সারাংশ তুমি জীবনকে সার্থক সুন্দর করিতে চাও,সারাংশ তুমি জীবনকে সার্থক,সারাংশ তুমি জীবনকে সুন্দর করতে চাও,সারাংশ অভ্যাস ভয়ানক জিনিস মানুষ বড় কথা বলে,তুমি জীবনকে সার্থক সুন্দর করতে চাও সারাংশ,বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী সারাংশ,, সারাংশ,সারাংশ সারমর্ম লিখন,সারাংশ/সারমর্ম,সারমর্ম ও সারাংশ,করিতে,সারমর্ম class 7,সারাংশ ও সারমর্ম,কি সুন্দর তুমি!,,
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url